West Bengal Election 2021: 'বহিরাগতদের নিয়ে ঘুরছেন হিরণ', অভিযোগ TMC-র

হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তৃণমূলের অভিযোগ, বহিরাগতরা হিরণের সঙ্গে ঘুরছে। অর্জুন সিংহের (Arjun Singh) মদতে বিভিন্ন হোটেলে বহিরাগতরা রয়েছে। এ প্রসঙ্গে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেন, "এটা হাস্যকর ব্যাপার। আমার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা আমার নিরাপত্তারক্ষী। অর্জুন সিংহ ব্যারাকপুরে আছেন, এখানে উনি কেন কাউকে পাঠাবেন!" "তৃণমূল মানুষকে ঘরে ঘরে গিয়ে ধমকেছে", অভিযোগ হিরণের।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola