West Bengal Election 2021: ইস্তেহারে এবার ন্যূনতম রোজগারে জোর TMC-র
Continues below advertisement
তৃণমূলের (TMC) ইস্তেহারেও (Manifesto) এবার ন্যূনতম রোজগারের প্রতিশ্রুতি। বুধবার দলের ইস্তেহার প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, ক্ষমতায় এলে সাধারণ পরিবারকে মাসে ৫০০ টাকা এবং এসসি-এসটি-ওবিসি পরিবারকে মাসে ১০০০ টাকা করে দেওয়া হবে। যদিও বিরোধীদের গলায় এই নিয়ে কটাক্ষের সুর। বিধানসভা ভোট শুরুর ১০ দিন আগে ঝুলি থেকে মোক্ষম অস্ত্র বের করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার প্রত্যেক পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করার জন্য প্রকল্প। স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) প্রকল্পে রাজ্যের সমস্ত মানুষকে ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্যবীমার সুযোগ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Trinamool Congress Swasthya Sathi Scheme Mamata Banerjee TMC’s Manifesto Election Manifesto Mamata Banerjee