West Bengal Election 2021: BJP-র বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে সরব তৃণমূল নেত্রী

Continues below advertisement

চিফ সিকিওরিটি অফিসারকে সরানো নিয়ে তুললেন প্রশ্ন। নিশানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। মিথ্যে অভিযোগ করে সহানুভূতি আদায়ের চেষ্টা করছেন তৃণমূল নেত্রী। পাল্টা আক্রমণ বিজেপির (BJP)। মেট্রো ডেয়ারি মামলায় স্বরাষ্ট্র সচিবকে ইডি (ED) তলব করেছে। ঘটনাকে অমিত শাহর (Amit Shah) বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, "এখন নির্বাচনের কাজ করবে না কি সাক্ষী দিতে যাবে। নিজেরা হারবে বলে অমিত শাহ বাংলায় চক্রান্ত করছে। চক্রান্ত করছে কী করে তৃণমূলকে শেষ করা যায়। কী করে বাংলাকে দখল করা যায়। কী করে মমতাকে মেরে ফেলা যায়। কী করে মানুষের উপর অত্যাচার করা যায়। সিন্ডিকেড বাবু ওয়ান সিন্ডিকেট বাবু টু জেনে রেখে দাও নির্বাচন কমিশনকে তোমরা চালিত করছ। আগামী দিন এমন চলতে থাকলে আমি ভাঙা পা নিয়ে নির্বাচন কমিশনে ধর্ণা দিতে পিছু পা হব না।" 

পুরুলিয়ার বলরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে ফের ঝুলি থেকে মেরুকরণের তাস বের করলেন যোগী আদিত্যনাথ। বাঁকুড়ার সভা থেকে পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী। অন্যদিকে পুরুলিয়ায় দাঁড়িয়ে যোগীর সভা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। 

তৃণমূল কংগ্রেস ছেড়েছেন দেবশ্রী রায়। এখন জল্পনা শুরু হয়েছে তিনিও কি তবে গেরুয়া শিবিরে যোগদান করতে চলেছেন। তাঁর একান্ত সাক্ষাৎকার এবিপি আনন্দর প্রতিনিধি। তিনি বলেন, "দলকে শর্ত দিয়েছিলাম রায়দিঘিতে দাঁড়াব না। কুণাল ঘোষও বলেছিলেন দলের বিরুদ্ধে কিছু বলবেন না। কেউ কথা বলেনি, তাই দল ছাড়লাম। রায়দিঘিতে কান্তি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে কেউ প্রার্থী হতে চাননি। আমি পরপর দুবার দলকে জিতিয়েছিলাম। বদলে শুধু অপমান ও হতাশা জুটেছে। আমার বদলে অন্য কেউ দাঁড়ালে শোভন কি জেতাতে পারতেন? দীর্ঘদিন অপমানিত হয়েও চুপ থেকেছি। কেউ আমন্ত্রণ জানালে দরজা খোলা। বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা জিইয়ে রাখলেন দেবশ্রী। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram