WB Election 2021: দত্তাবাদে তৃণমূলের বিদায়ী কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ

Continues below advertisement

বিধাননগর বিধানসভায় ভোট-পরবর্তী হিংসা। সল্টলেকের দত্তাবাদে তৃণমূল বিজেপি সংঘর্ষ। সংঘর্ষে দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন।

গতকাল ভোট মিটতেই অশান্তি শুরু হয়। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের বিদায়ী তৃণমূল কাউন্সিলর নির্মল দত্তর প্রাণনাশের চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। ওই ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ। অভিযোগ তিনি থানায় যাওয়ার পর এলাকায় তৃণমূল কর্মীদের বাড়ি ও দোকান ভাঙচুর চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। এরপর আজ সকালে বিদায়ী তৃণমূল কাউন্সিলর ঘটনাস্থলে যাওয়ায় নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, তৃণমূল নেতাদের মদতে তাদের সমর্থকদের মারধর করা হয়। তৃণমূলের পাল্টা দাবি, তাঁদের কর্মী সমর্থকদেরও মারধর করেছে বিজেপি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram