West Bengal Election 2021: 'মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করব', BJP-তে যোগদানের আগে বললেন Sisir Adhikari
Continues below advertisement
পদ্ম শিবিরে নাম লেখাতে চলেছেন শান্তিকুঞ্জের প্রবীণতম সদস্য। শুভেন্দু (Suvendu Adhikari), সৌমেন্দুর পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন শিশির অধিকারী (Sisir Adhikari)। শনিবার এই খবর জানিয়ে সেজ ছেলে দিব্যেন্দু জানান এগরায় অমিত শাহের (Amit Shah) সভায় বিজেপিতে যোগ দিচ্ছেন শান্তিকুঞ্জের গৃহকর্তা অর্থাৎ কাঁথির তৃণমূল (TMC) শিশির অধিকারী। শিশির অধিকারী বলেন, "নন্দীগ্রামে বিপুল ভোটে শুভেন্দু জিতবে। তৃণমূল সাফ হয়ে যাবে। আমরা সংগ্রামের মানুষ। চিরকাল যুদ্ধ করেছি আবার যুদ্ধ করব। মেদিনীপুরের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করব।"
Continues below advertisement