West Bengal Election 2021: 'বাংলার বিকাশ চাইলে BJP-কে ভোট দিন', মালবাজারে আবেদন যোগীর
Continues below advertisement
মালবাজারে আজ রাজনৈতিক সভা করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। তিনি বলেন, "বাংলাতে গরিবের টাকা লুঠ করে তৃণমূল। আজ ভারতে কিছু হলে তা অন্য দেশের জন্য মডেল হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে ভারত মহাশক্তিতে পরিণত হয়েছে। বাংলার সব গোষ্ঠীর কাছে আমি এটাই বলতে এসেছি যে বাংলাতে বিকাশ চাইলে, বিজেপিকে (BJP) ভোট দিন।" তিনি যোগ করেন, "কাশ্মীরে যেভাবে বিকাশের পথে এগোচ্ছে তা একমাত্র প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর জন্যই সম্ভব হয়েছে।"
Continues below advertisement
Tags :
Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Narendra Modi Yogi Adityanath UP CM Malbazar Mamata Banerjee TMC