West Bengal Elections 2021: 'বিজেপি নেতারা ভোটের শ্যামাপোকা, শুধু এই সময়েই দেখা মেলে', সবংয়ের সভায় কটাক্ষ অভিষেকের

সবং-এ নির্বাচনী সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল কংগ্রেস (TMC) কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা গত উপনির্বাচনে এই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীকে জিতিয়েছিলেন। এই স্বতঃস্ফূর্ত উন্মাদনা আর ভালোবাসা দেখে আমি বলতে পারি, বাংলা নিজের মেয়েকেই চায়। বিজেপির বহিরাগতরা রাজ্যে আসছে। বিজেপির বড় বড় নেতা-মন্ত্রীর সভার থেকে বেশি লোক গ্রামে জেসিবির মাটি কাটা দেখতে যায়। বাংলার মানুষ বিজেপির (BJP) ভাঁওতা আর শুনতে চায় না। জঙ্গলমহলে লোকসভা নির্বাচনে বিজেপি জিতেছিল। কিন্তু এই ক’বছরে ওরা কোন কাজই করেনি। ৪ জন বিজেপির নেতা জিতলেও, বাংলার বিপদে কখনও মানুষের পাশে দাঁড়ায়নি। ভোটের সময়ই শুধু এদের দেখা যায়। এরা হল ভোটের শ্যামাপোকা।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola