West Bengal Elections 2021: 'বাংলার বিজেপি আত্মনির্ভর নয়, মোদি-নির্ভর', কটাক্ষ অধীরের

Continues below advertisement

খিদিরপুরের ওয়াটগঞ্জে মিছিল কংগ্রেসের। ডিওয়াইএফআই (DYFI) নেতার মৃত্যু এবং রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতির অভিযোগে অধীর চৌধুরীর (Adhir Chowdhury) নেতৃত্বে এই মিছিল কংগ্রেসের। ওয়াটগঞ্জ থানা থেকে শুরু হয়েছে মিছিল, যাবে খিদিরপুর পর্যন্ত। অধীর চৌধুরী বলেন, "বাংলার বিজেপি এত পরগাছা বিজেপি কেন? নিজেরা কিছু করতে পারে না। কেন মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), জে পি নাড্ডাকে (J P Nadda) নিয়ে আসতে হচ্ছে? নিজেদের দম নেই। মোদি বলছেন আত্মনির্ভর ভারত গড়তে। এখানকার বিজেপি মোদি নির্ভর হয়ে আছে কেন? 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram