West Bengal Elections 2021: BJP-র রথের ভেতরের ছবি এক নজরে

Continues below advertisement

১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিতে গুজরাতের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেছিলেন লালকৃষ্ণ আডবাণী।  তারপর পেরিয়ে গেছে তিন তিনটে দশক। সময়ের সঙ্গে বদলে গেছে বিজেপির রথের চেহারাও। মঙ্গলবার বীরভূম ও ঝাড়গ্রাম থেকে দু’টি রথযাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির আজকের রথ আদতে বিরাট এয়ার কন্ডিশনড একটি বাস। যার সারা গায়ে গেরুয়া রঙে, বিজেপির কর্মসূচির স্টিকার। কিন্তু, বিজেপির রথের ভিতরে কী রয়েছে? তার অন্দরসজ্জা কেমন? কী কী ব্যবস্থা রয়েছে? তা নিয়ে অনেকেরই প্রবল আগ্রহ। সেই ছবি তুলে ধরতেই, বিজেপির রথের অন্দরমহলে পৌঁছেছিলাম আমরা। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram