West Bengal Elections 2021: BJP-র রথের ভেতরের ছবি এক নজরে
Continues below advertisement
১৯৯০ সালে অযোধ্যায় রামমন্দির তৈরির দাবিতে গুজরাতের সোমনাথ থেকে রথযাত্রা শুরু করেছিলেন লালকৃষ্ণ আডবাণী। তারপর পেরিয়ে গেছে তিন তিনটে দশক। সময়ের সঙ্গে বদলে গেছে বিজেপির রথের চেহারাও। মঙ্গলবার বীরভূম ও ঝাড়গ্রাম থেকে দু’টি রথযাত্রার সূচনা করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বিজেপির আজকের রথ আদতে বিরাট এয়ার কন্ডিশনড একটি বাস। যার সারা গায়ে গেরুয়া রঙে, বিজেপির কর্মসূচির স্টিকার। কিন্তু, বিজেপির রথের ভিতরে কী রয়েছে? তার অন্দরসজ্জা কেমন? কী কী ব্যবস্থা রয়েছে? তা নিয়ে অনেকেরই প্রবল আগ্রহ। সেই ছবি তুলে ধরতেই, বিজেপির রথের অন্দরমহলে পৌঁছেছিলাম আমরা।
Continues below advertisement
Tags :
Mamata Banerjee JP Nadda Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda LK Advani Ram Mandir Mamata Banerjee BJP's Rath Yatra BJP's Rath Rath Yatra History Of BJP