West Bengal Elections 2021: কিছু গদ্দারকে পুষেছি, যাকে পছন্দ হত না তাকেই জেলে ভরত, নাম না করে শুভেন্দুকে নিশানা মমতার

Continues below advertisement

হলদিয়ায় আজ জনসভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি সেখানে বলেন, "হলদিয়া বন্দরের উন্নয়ন করছি, তাজপুরে গভীর সমুদ্র বন্দর হচ্ছে। দিঘায় তৈরি হচ্ছে মৎস্যজীবীদের জন্য নিলাম কেন্দ্র। 
মেদিনীপুরের কিছু গদ্দারকে পুষেছি। পাঁশকুড়া আনিসুরকে জেলে পাঠিয়েছে। যাকে পছন্দ হত না, তাকেই জেলে ভরত। ক্ষমতায় ফিরে কৃষকদের ১০ হাজার টাকা অনুদান দেওয়া হবে। তৃণমূলকে ভোট দিলে রেশন বাড়িতে পৌঁছে যাবে। মে মাস থেকে মা-বোনেদের মাসে ৫০০ টাকা হাত খরচ। রাজ্যের সব বিধবাকে ১ হাজার টাকা ভাতা দেওয়া হবে। দ্বাদশ শ্রেণিতে উঠলেই ট্যাব কিনতে ১০ হাজার টাকা দেওয়া হবে। মেধাবী পড়ুয়াদের জন্য ১০ লক্ষ টাকার ক্রেডিট লিমিট। নরেন্দ্র মোদি দেশের অর্থনীতিকে শেষ করে দিয়েছে। রেল, কোল, বিএসএনএল, বিমা, ব্যাঙ্ক বিক্রি করে দিচ্ছে। এবার হলদিয়া বন্দরটাও বিক্রি করে দেবে। বাংলায় সব চালু থাকবে, কারণ বাংলায় বিজেকে ঢুকতে দেব না। বিজেপি রাজনৈতিক দল নয়, জঘন্য দল। বিজেপিশাসিত রাজ্যে দলিত মেয়ের ধর্ষণ, অত্যাচার হচ্ছে। বিজেপি দলের মধ্যেও মেয়েরা সুরক্ষিত নয়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram