West Bengal Elections 2021: 'অনভিপ্রেত ঘটনা', প্রার্থী নিয়ে বিক্ষোভ প্রসঙ্গে শমীক, 'যোগ্য প্রার্থী না থাকার ফল', পাল্টা সৌগত

Continues below advertisement

প্রার্থী নিয়ে বিক্ষোভ। রাজ্য নেতৃত্বকে দিল্লি তলব অমিত শাহের (Amit Shah)। রাতেই কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশকে তলব। কেন প্রার্থী নিয়ে এত বিক্ষোভ? জানতে চান অমিত শাহ। দিলীপ ঘোষ, মুকুল রায়কে প্রার্থী করা নিয়ে ভাবনা চিন্তা চলছে বলে বিজেপি সূত্রে খবর। প্রার্থী নিয়ে রাতভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক অমিত শাহের।
এ নিয়ে রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, "যেটা হচ্ছে তা বিজেপির মতো দলে কাঙ্খিত নয়, অনভিপ্রেত। যাঁরা বিক্ষোভ করছেন তাঁরাও জানেন যে অবস্থান বদলাবে না। বিক্ষোভ করলেই বিজেপি প্রার্থীপদ বদল করে দেবে এমনটাও নয়। এই নিয়ে তৃণমূল (TMC) নেতা সৌগত রায় (Saugata Roy) বলেন, "এটা হওয়াই স্বাভাবিক। এটা বিজেপির আভ্যন্তরীন বিস্ফোরণ। বিজেপির সাংগঠনিক পরিকাঠামো ছিল না। এলাকায় কোনও রাজনৈতিক কর্মী নেই। বিজেপির যোগ্য প্রার্থী নেই দেখেই রাজ্যসভার সমস্ত সদস্যদের পদত্যাগ করিয়ে ওদের দলে যোগদান করাতে হল।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram