West Bengal Elections 2021: মধ্যমগ্রামে বাম-আইএসএফের যৌথ পদযাত্রা

মধ্যমগ্রামে (Madhyamgram) সংযুক্ত মোর্চার পদযাত্রা। জোটের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ওই কেন্দ্রে আইএসএফ (ISF) থেকে প্রার্থী দেওয়া হবে। শনিবার মধ্যমগ্রামের দোলতলা থেকে শুরু হয় মিছিল। ৪ কিলোমিটার পদযাত্রা শেষ হয় রোহান্ডায়। মিছিলে পা মিলিয়েছেন আইএসএফ নেতা নৌশাদ সিদ্দিকি (Nausad Siddiqui)। তিনি বলেন, ‘হাড্ডাহাড্ডি লড়াই হবে, আমরা জিতবো। তারই একটি ট্রেলার এই পদযাত্রা।’ পদযাত্রার রয়েছেন এলাকার আইএসএফ ও বাম (Left) কর্মী সমর্থকেরা।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola