West Bengal Elections 2021: 'বিজেপিতে কেউ পূর্ব শর্ত দিয়ে যোগদান করেননি', সাংবাদিক বৈঠকে দাবি শমীকের
আজ নন্দীগ্রাম (Nandigram) কেন্দ্রের হয়ে হলদিয়ায় (Haldia) মনোনয়নপত্র পেশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য পুলিশের বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে নন্দীগ্রাম, হলদিয়া, জঙ্গিপুর সহ বিভিন্ন জায়গায়। সাদা পোষাকে এলাকায় রয়েছে পুলিশ বাহিনী। এই প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে বিজেপি (BJP)। বিজেপি অভিযোগ দায়ের করেছে নির্বাচন কমিশনের (Election Commission) কাছে। বিজেপির তরফে শমীক ভট্টাচার্য (Samik Bhattacharjee) বলেন, "স্টেট সিকিউরিটি উইংস-এর কাছে আমাদের প্রশ্ন, এই মুহূর্তে বাংলার কত পুলিশ ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে?" তিনি আরও বলেন, "এই বিদায়ী সরকার তাঁর সাংবিধানিক অধিকার পার করছে। এই সরকারকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। গোটা রাজ্যে থেকে বিভিন্ন তৃণমূল নেতা-কর্মীরা দল ছেড়ে চলে আসছেন।" তাঁর বক্তব্য, "আজ পর্যন্ত বিজেপিতে কেউ পূর্ব শর্ত দিয়ে যোগদান করেননি। বাংলার মানুষ, যুব সমাজ নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ভরসা করে।"