West Bengal Elections 2021: 'কংগ্রেসের কেউ মমতা-মোদির সঙ্গে যোগাযোগ রাখছেন', আব্বাসের অভিযোগ ঘিরে তুলকালাম
Continues below advertisement
প্রথম দফা ভোটের প্রার্থী তালিকা (candidate list) প্রকাশে বাকি আর এক সপ্তাহ। কিন্তু এখনও কাটলো না বাম-কংগ্রেস-আইএসএফ জোটের জট। রবিবার ব্রিগেডের মঞ্চ থেকে কংগ্রেসের বিরুদ্ধে সরব হন আইএসএফ প্রধান আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। তাঁর অভিযোগ, কংগ্রেসের কেউ একজন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে যোগাযোগ রেখেছে। ‘আমি আমার জায়গা থেকে জিতব, আমাকে একটা বড় পদ দিতে হবে’, দাবি আব্বাসের। অন্যদিকে এই প্রসঙ্গে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের (Pradip Bhattacharjee) বক্তব্য, কংগ্রেসের নেতার সঙ্গে মমতা-মোদি যোগের অভিযোগ একদম বাজে কথা।
Continues below advertisement