West Bengal Elections 2021: 'এটা অটলবিহারীর বিজেপি নয়, দাঙ্গাকারী রাবণের বিজেপি', পাঁশকুড়ার সভায় আক্রমণে মমতা

হলদিয়া, খেজুরির পর পাঁশকুড়ার সভায় যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে তিনি বলেন, ‘বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। আমাদের লোকজন অঢেল। দলে কিছু মীরজাফর, কিছু বিশ্বাসঘাতক ছিল; তারা বেরিয়ে বিজেপিতে গেছে। এতে আমরা খুশি হয়েছি। বিজেপি কোটি কোটি টাকা দিয়ে অনেককে কিনেছে। সিপিএম-এর অত্যাচারী হার্মাদরা এখন বিজেপির বড় বড় ওস্তাদ। এই বিজেপি অটলবিহারী বাজপেয়ীর বিজেপি নয়। এটা গুণ্ডা, দাঙ্গাকারী রাবণের বিজেপি। বাইরে থেকে গুণ্ডা নিয়ে আসছে। ওই গুন্ডাদের দিয়ে ভোট দখলের চেষ্টা করবে ওরা। বাংলা তা হতে দেবে না। জলসম্পদের একটা অফিস বাংলায় ছিল, সেটা বিজেপি সরিয়ে নিয়ে গেছে। আমরা ৫ বছর ধরে কপালেশ্বরীর মতো ঘাটালে মাস্টারপ্ল্যান করার চেষ্টা করছি। কেন্দ্রীয় সরকার অনুমতি দিচ্ছে না। এটা হলে আর বন্যা হবে না। ২৫০০ হাজার কোটি টাকা খরচা করে উত্তর ও দক্ষিণবঙ্গ যুক্ত করার রাস্তা দিয়েছি। আমাদের সরকার থাকলে আরও রাস্তা তৈরি হবে, গ্রামের উন্নয়ন হবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola