West Bengal Elections 2021: তৃণমূল মানে তোলাবাজ ম্যানুফ্যাকচারিং কোম্পানি : হিরণ

আজ খড়গপুরে (Kharagpur) সভা নরেন্দ্র মোদির (Narendra Modi)। বিএনআর ময়দানে জনসভা করছেন প্রধানমন্ত্রী। আশেপাশের একাধিক কেন্দ্রের প্রার্থীরা উপস্থিত হয়েছেন সভামঞ্চে। উপস্থিত খড়গপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অভিনেতা হিরণ (Hiran)। হিরণ বলেন, ‘পশ্চিমবঙ্গ ২০২১ সালের ২রা মে আবার স্বাধীন হবে। টিএমসি (TMC) মানে তোলাবাজ ম্যানুফ্যাচারিং কোম্পানি। এরা জেলায় জেলায় তোলাবাজ তৈরি করে। খড়গপুরের তৃণমূল নেতা আগে ১০ হাজার টাকা মাইনের চাকরি করতো, এখন তার ৩ কোটি টাকার বাড়ি। আমার লজ্জা লাগে এদের জন্য। দিলীপ ঘোষ (Dilip Ghosh), নরেন্দ্র মোদির মতো মানুষ সন্ন্যাসীর মতো জীবন কাটান। তাঁরা সংসারের জন্য টাকা মারেন না। খড়গপুর থেকে তৃণমূলের চোর-গুণ্ডাদের যেমন করেই হোক তাড়াতে হবে।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola