West Bengal Elections: 'বাংলা বাংলার হাতেই থাকবে, বহিরাগত গুন্ডাদের হাতে যাবে না,' ছাতনায় তোপ মমতার

ছাতনায় (Chatna) জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হুইল চেয়ারে মঞ্চে উপস্থিত তিনি। সেখানে মমতা বলেন, ‘বিজেপির কোন কাজকর্ম নেই, সারাক্ষণ মারধর আর গ্রেফতার করে বেরাচ্ছে। কারও কারও বাড়িতে সিবিআই, ইডি পাঠাচ্ছে। নির্বাচনের সময় এসব হয় না।’ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এইভাবে আমার মুখ বন্ধ করা যাবে না। আমি যতক্ষণ বেঁচে থাকব আমার কণ্ঠ চলবে। যতই তোমরা হামলা করো আমরা সামলে নেব। আগে দিল্লি সামলা, তারপর দেখিস বাংলা। বাংলা বাংলার হাতেই থাকবে, বহিরাগত গুন্ডাদের হাতে যাবে না।’ জনগণের উদ্দেশ্যে বলেন, ‘বাংলা বহিরাগতদের হাতে গেলে মা-বোনেদের সম্মান থাকবে না, কারো নিরাপত্তা থাকবে না। সাংবাদিকদেরও চালনা করছে বিজেপি। ভারতবর্ষকে ওরা বিক্রি করে দেবে। বাংলা প্রতিবাদ করবে। ভোটে হারিয়ে ওদের কানমলা দিয়ে বলবেন, তোমাদের চাই না।’

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola