Sukanta Majumdar: ভোট পরবর্তী অশান্তি রাজ্যের বিভিন্ন জায়গায়, উত্তরপ্রদেশের ট্রিটমেন্টের হুঁশিয়ারি সুকান্তর
Continues below advertisement
ভোট মিটলেও অশান্তি থামল না। খুন থেকে বোমাবাজি, সংঘর্ষ। ভোট পরবর্তী অশান্তি দেখা দিল রাজ্যের বিভিন্ন জায়গায়। ঝান্ডা ধরে বিজেপিতে আসলেও বাঁচবেন না। উত্তরপ্রদেশের ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার। হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। উত্তরপ্রদেশে বুলডোজাররাজ খতম হবে। দাবি তৃণমূলের।
ভোট মিটলে কী হবে ? শনিবারই বিভিন্ন জায়গায় ভোট চলাকালীন আশঙ্কার কথা শোনা গিয়েছিল অনেক ভোটারের মুখে। সেটাই সত্যি করে, ভোট পরবর্তী অশান্তির জেরে উত্তেজনা ছড়াল রাজ্যের নানা প্রান্তে। নদিয়ার কালীগঞ্জে খুন হলেন বিজেপি কর্মী। পুলিশি অভিযান ঘিরে ধুন্ধুমারকাণ্ড সন্দেশখালিতে। ফের জারি হল ১৪৪ ধারা। অন্যদিকে ভোট মিটতেই রাতে বোমাবাজি হল ভাটপাড়া, নৈহাটিতে। সব ক্ষেত্রেই অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ভোট মিটতেই ভোট পরবর্তী সন্ত্রাস, অশান্তি, সুকান্তর 'এনকাউন্টার' হুঙ্কার।
Continues below advertisement