Panchayat Election : পঞ্চায়েত ভোটে বাকি আর ক'দিন, জেলায় জেলায় জোরকদমে প্রচারে রাজনৈতিক নেতারা
WB Panchayat Election : পঞ্চায়েত ভোটে বাকি আর ক'দিন, জেলায় জেলায় জোরকদমে প্রচারে রাজনৈতিক নেতারা 'চোরমুক্ত পঞ্চায়েত গড়তে হবে'। 'বিজেপি কোনও টাকা আটকায়নি, চুরি আটকেছে'. 'বিজেপির পঞ্চায়েত নয়, মানুষের পঞ্চায়েত হবে'. 'আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ, সর্বত্র চুরি হয়েছে'। 'রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে একবছরে শূন্যপদ পূরণ'। 'বিজেপি ক্ষমতায় এলে মেধার ভিত্তিতে চাকরি'। 'এ রাজ্যে কাজ না পেয়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে'। 'রাজ্যে কতজন বেকার ভাতা পান?'। 'বাম-কংগ্রেস-তৃণমূলের সেটিং'। বাগদায় প্রচারে বললেন শুভেন্দু একদিকে বীরভূমের সভা থেকে ফিরহাদ বললেন 'কেউ কেউ টিকিট না পেয়ে অতৃপ্ত আত্মায় পরিণত হয়েছে'। 'তৃণমূলে থেকেও সিপিএম, কংগ্রেসের টিকিট চান অনেকে'। 'এদের কোনও নীতি-আদর্শ নেই'। 'মানুষের কাজ করতে টিকিট লাগে না' । 'সিপিএম-কংগ্রেস মীরজাফর' 'গুন্ডামি করলে, শক্ত হাতে মোকাবিলা'। 'রাজনৈতির স্বার্থে ইডি-সিবিআইকে ব্যবহার'। 'অথচ ঋণখেলাপিদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না এজেন্সি'। 'বিজেপির এখন খুব মেজাজ'। 'চোররা বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে সাদা হয়ে বেরোচ্ছে। পঞ্চায়েত ভোটে বাকি আর ক'দিন, জেলায় জেলায় জোরকদমে প্রচারে রাজনৈতিক নেতারা