Panchayat Election: 'নিজে চাইলেই নিরপেক্ষ থাকা যায়, নিরপেক্ষ হয়ে কাজ করা যায়',বললেন মীরা পাণ্ডে
Panchayat Election 2023: 'নিজে চাইলেই নিরপেক্ষ থাকা যায়, নিরপেক্ষ হয়ে কাজ করা যায়'।'সাধারণ মানুষের আস্থার কারণেই প্রয়োজন কেন্দ্রীয় বাহিনী' (Central Force)। 'রাজ্যে এত পুলিশ থাকে না, সুষ্ঠু ভোটের জন্য সেন্ট্রাল ফোর্স (Central Force) প্রয়োজন'। 'সাধারণ মানুষের ধারণা, নিরপেক্ষভাবে পরিস্থিতি সামলাতে পারে কেন্দ্রীয় বাহিনী'। 'পুলিশ, সরকারি কর্মচারীর অভাব, তাই একাধিক দফায় ভোট করতে হয়'। 'আমরা সেই ঘাটতির সম্মুখীন হয়েছিলাম, তাই ৫ দফায় করেছিলাম'। 'সুষ্ঠু নির্বাচন করার জন্য নির্বাচন কমিশন একটি প্রতিষ্ঠান'। ব্যবধান ১০ বছরের। সম্পূর্ণ উল্টো পথে রাজ্য নির্বাচন কমিশন। ২০১৩-য় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে সুপ্রিম কোর্টে (Supreme Court) ।গিয়েছিলেন তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commission)মীরা পাণ্ডে (Mira Pandey)। আর কেন্দ্রীয় বাহিনীকে রুখতে সুপ্রিম কোর্টে গেছেন বর্তমান কমিশনার রাজীব সিন্হা (Rajiv Sinha)। হিংসা রুখতে কী পদক্ষেপ করা উচিত, কী ভাবে নিরপেক্ষ ভাবে ভোট পরিচালনা করা যায়, কী বলছেন রাজ্যের প্রাক্তন নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে (Mira Pandey) ।