Flim Star: আসছে 'সাবাশ ফেলুদা', কলকাতায় আয়োজিত হল জমজমাট ফেলুদা মেলা
শ্রীনাথের চায়ে চমুক দিয়ে সরগরম ভেলপুরী খেতে খেতে একডজন নন, একজন ফেলুদাই নিশিকান্ত বাবুকে নিয়ে মেলায় ঘুরলেন। অনুরাগীদের তাঁর নতুন অভিযানের টিজারও দেখালেন। আর বলাই বাহুল্য, সেই টিজার দেখে ফেলুদার ভক্তরা সব্বাই সমস্বরে বললেন সাবাশ ফেলুদা।