Abhijaan: 'অভিযান' নিয়ে অকপট যিশু-পরম
বাংলা চলচ্চিত্র জগতের প্রবাদপ্রতিম শিল্পী সৌমিত্র চট্টোপাধ্য়ায়ের জীবনকাহিনি এবার ছবির পর্দায়। পরমব্রত চট্টোপাধ্য়ায় পরিচালিত এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে ইতিমধ্য়েই। ছবির নাম অভিযান। গত বছরের ৫ ফেব্রুয়ারি শুরু হয় ‘অভিযান’–এর শুটিং। পর্দায় তরুণ সৌমিত্রের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। আর প্রবীণ অভিনেতার ভূমিকায় সৌমিত্র স্বয়ং। যিশু সেনগুপ্ত ছাড়াও পরমব্রত চট্টোপাধ্যায়, কিউ, বাসবদত্তা চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সোহিনী সেনগুপ্তর মত অভিনেতারা কাজ করেছেন এই ছবিতে।
Tags :
Soumitra Chatterjee Jisshu Sengupta Parambrata Chatterjee] Abhijaan Trailor Abhijaan Trailor Release Soumitra Chatterjee Biopic Abhijaan Trailor Release Date