Abir Chatterjee Exclusive: গোঁফের আমি, গোঁফের তুমি! আবিরের দীর্ঘদিনের সাধ মিটল, পুজোয় নতুন রূপে পর্দায়

Continues below advertisement

অনেকদিন ধরেই নাকি তাঁর শখ ছিল.. গোঁফ রাখবেন। ঠিক কেমন লাগে দেখতে, কতটা পরিবর্তন নয় চেহারার.. দেখার ইচ্ছা ছিল। সেই সুযোগই এনে দিল পঙ্কজ সিংহের চরিত্রটি। কেন্দ্রীয় পুলিশের সেই চরিত্রের সঙ্গে দিব্যি খাপ খেয়ে গেল সেই গোঁফ। কিন্তু শ্যুটিংয়ে যেমন ভাল লাগল দেখতে, পরে সমস্যায় ফেলেছিল সেই লুকই! সেটা কী? এবিপি লাইভকে (ABP Live) সেই গল্প শোনালেন পর্দার পঙ্গজ ওরফে আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee)। #abirchatterjee #Roktobeej #MimiChakraborty #Tollywood #ABPExclusive #abirchatterjeeExclusive

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram