Puja Banerjee Exclusive Interview: ছোটবেলায় সিনেমা দেখা 'পাপ' ছিল, এখনও মঞ্চে উঠতে ভয় পান পূজা

Continues below advertisement

ওয়েবসিরিজের ২টি পর্বের মধ্যে ২ বছরের বিরতি। তার মধ্যে আমূল বদলে গিয়েছে ব্যক্তিগত জীবন। মা হওয়ার পর প্রথমবার পর্দায় ফিরলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। বাড়িতে একরত্তিকে রেখে করোনা পরিস্থিতিতে পুরোদমে শ্যুটিং করতে হয়েছে পূজাকে। 'পাপ' করার মধ্যে মিশে রয়েছে অসুস্থ ছেলেকে ছেড়ে যাওয়ার অপরাধবোধ? কেমন ছিল পূজা থেকে পার্বণী হয়ে ওঠার যাত্রাটা? মনে পড়ে ছোটবেলায় করা 'পাপ'? এবিপি লাইভ আড্ডা দিল নায়িকা পার্বণী ও নতুন মা পূজা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram