ABP Exclusive: 'মুখোশ'-এর সেটেও 'বুলেট সিং'! হাসি চাপতে পারতেন না অনির্বাণ!
টলিগঞ্জের বাড়ি থেকে গাড়ি চালিয়ে কসবা আসছিলেন। নবীনা সিনেমা হলের সামনে এসে এক মুহুর্ত থমকালেন পরিচালক। বড় একটা পোস্টারে তাঁর ছবির নাম লেখা। 'মুখোশ'। করোনা কাঁটা সরিয়ে ফের খুলছে সিনেমা হল। বাংলা ছবির দর্শককে হলমুখী করার গুরুদায়িত্ব 'মুখোশ'-এর কাঁধেই। এসভিএফের অফিসে পৌঁছে এবিপি লাইভের সঙ্গে একান্ত আলাপচারিতায় বসেই প্রথমে সেই উদ্বেগ মেশানো ভালোলাগার কথা বলে ফেললেন বিরসা দাশগুপ্ত। আগামী ১৯ তারিখ এসভিএফের ব্যানারে মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্য, চান্দ্রেয়ী ঘোষ, অনির্বাণ চক্রবর্তী ও পায়েল দে অভিনীত সাসপেন্স থ্রিলার 'মুখোশ'।
Tags :
Film ABP Live Anirban Bhattacharyya Bengali Upcoming Film Mukhosh Birsa Dasgupta Birsa Dasgupta Exclusive Birsa Dasgupta Interview