'গোলন্দাজ-এর দেব তাঁর কেরিয়ারে অভিনীত সমস্ত চরিত্রের থেকে একেবারে অন্যরকম'
শ্যুটিং ফ্লোরে তিনি খুঁতখুঁতে। একটা শব্দের জন্য রিশ্যুট করিয়েছিলেন একটা ছবির একটা গোটা গান! তাঁর হাত ধরেই দেব হয়ে উঠেছিলেন নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী। নতুন ছবি 'গোলন্দাজ'-এর গল্পের থেকে অনেক বেশি গল্প রয়েছে ক্যামেরার পিছনে। এবিপি লাইভের কাছে সেইসব অজানা গল্পের ঝাঁপি খুললেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়।