আন্তর্জাতিক স্তরের ছবি বানাতে গিয়ে, সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সিনেমা: চিরঞ্জিত
করোনা পরিস্থিতি, দীর্ঘ বিরতি পেরিয়ে আবার সিনেমা ফিরছে সিনেমাহলে। আর ২০ বছর পর দুর্গাপুজোর সময় মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি। ষড়রিপু দুই। বাংলা গোয়েন্দা গল্পে আবার ফিরছে চন্দ্রকান্ত। নতুন ছবি নিয়ে কতটা আশাবাদী তিনি? সময়ের সঙ্গে কী বদলে যাচ্ছে দর্শকদের রুচি? মা দুর্গার মুখ দেখে মায়ের মুখ বলে ভুল হয়ে যায় এখনও! নতুন ছবি নিয়ে এবিপি লাইভে অকপট অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
Tags :
ABP Ananda ABP Exclusive ABP Live Chiranjeet Chakraborty ABP Exclusive Interview Sararitu 2 Exclusive Chiranjeet