Kishore Kumar Birthday Exclusive: আমার ছবিতে কিশোর কুমার গান গাইবেন! অবিশ্বাস্য লেগেছিল: প্রসেনজিৎ

'ছোটবেলা থেকেই বাড়িতে আসতেন কিশোর কুমার। বাবার সঙ্গে এক কার্পেটে বসে গান গাইতেন। যখনই কলকাতায় কিশোর কুমার ও আর ডি বর্মনের শো হত, মঞ্চের পাশে চুপ করে দাঁড়িয়ে গান শুনতাম আমি আর বোন। ছোটবেলার যাঁর অন্ধ ভক্ত ছিলাম, বড় হয়ে তিনিই আমার ছবিতে গান গাইবেন! প্রযোজকের কাছে শুনে প্রথমটা বিশ্বাসই হয়নি!' এক নিঃশ্বাসে বলছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বুধবার, ৪ অগাস্ট কিংবদন্তি কিশোর কুমারের জন্মদিন। 'গুরু'-কে সম্মান জানানোর জন্য একসময় অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। ব্যস্ত শ্যুটিং শিডিউলের মধ্যেও সময় বের করে কিশোর কুমারকে নিয়ে এবিপি লাইভের সঙ্গে আড্ডায় মজলেন প্রসেনজিৎ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola