Sandipta Sen Exclusive: দার্জিলিং-এ শ্যুটিং করতে গিয়ে একা করবস্থানে ঘুরতে গিয়েছিলেন সন্দীপ্তা!

চোখে চশমা, গাঢ় লিপস্টিক ঠোঁটে। দার্জিলিং-এর এক চিকিৎসকের ভূমিকায় পর্দায় ঝলমল করছেন তিনি। উচ্ছসিত গলায় ভাগ করে নিলেন অঞ্জন দত্তের সঙ্গে প্রথম কাজ করার অভিজ্ঞতা। শুধু কি তাই, একসঙ্গে চলছে ছোটপর্দার আর বড়পর্দার শ্যুটিং। অভিনেত্রীর কথায়, এটা তাঁর 'লাকি জুলাই'। ব্যস্ততা সামলে বৃষ্টির সন্ধ্যায় এবিপি লাইভের সঙ্গে একান্ত আড্ডায় সন্দীপ্তা সেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola