Arunita Kanjilal Exclusive: সুরেলা কন্ঠেই হৃদয়হরণ, অরুণিতার ই-মেল উপচে পড়ছে বিয়ের প্রস্তাবে
Continues below advertisement
মুম্বই থেকে সদ্য ফিরেছেন বনগাঁর বাড়িতে। ১০ মাস পর মায়ের হাতের রান্না, প্রতিবেশী, বন্ধুবান্ধবদের শুভেচ্ছা, প্রতিযোগীতার পরেও ব্যস্ততা তুঙ্গে ইন্ডিয়ান আইডলের মঞ্চে সাড়া ফেলে দেওয়া একমাত্র বাঙালি কন্যার। তাঁর সুরেলা কণ্ঠ মন জয় করেছে সবার। আর তিনি জিতে নিয়েছেন ইন্ডিয়ান আইডলের মঞ্চে দ্বিতীয় স্থান। অরুণিতা কাঞ্জিলাল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে, দর্শক, অরুণিতার গানে মুগ্ধ সকলেই। নিজের শিকড়ে ফিরে শুভেচ্ছাবার্তায় ভাসছেন অরুণিতা। কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও সময় বের করে জমিয়ে আড্ডা দিলেন এবিপি লাইভের সঙ্গে।
Continues below advertisement
Tags :
Indian Idol Contestant Indian Idol 12 Indian Idol Arunita Kanjilal Arunita Kanjilal Exclusive Arunita Kanjilal Interview ABP Live