ABP Live Exclusive: আপাদমস্তক মজার গল্প বলতে আসছে জিৎ চক্রবর্তীর ছবি 'গাড়ির যত্ন নিন' | Bangla News

Continues below advertisement

নিজের একটা বিলাসবহুল গাড়ি থাকবে, এমন স্বপ্ন কার না থাকে। কিন্তু ইচ্ছে থাকলেই তো আর হয় না, থাকতে হয় সামর্থ্য়ও। নিজের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য় কেউ কতদূর যেতে পারে, এই বিষয়কেই কেন্দ্র করে পরিচালক জিৎ চক্রবর্তী তৈরি করছেন তাঁর নতুন ছবি গাড়ির যত্ন নিন। কমেডি ঘরানার এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন বিশ্বনাথ বসু, বুলবুলি পাঁজা, অশোক কুমার, রূপা ভট্টাচার্য সহ টলিপাড়ার একাধিক চেনা মুখেরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram