ABP LIVE Exclusive: নতুন বছরে সুরের জাদুতে শ্রোতাদের মাতাতে আসছে নচিকেতা-ফরজানার ডুয়েট 'মিলিয়ে নিও'

দোরগাড়ায় ২০২২।  আর বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে নচিকেতা চক্রবর্তী ও ফরজানা সিফাতের নতুন গান 'মিলিয়ে নিও'। শ্রীজাত বন্দ্য়োপাধ্য়ায়ের লেখায় ও জয় সরকারের সুরে তৈরি হয়েছে এই রোম্য়ান্টিক গানটি।  এই গানের মিউজিক ভিডিওটি পরিচালনা করছেন সৌমজিৎ আদক। এই গান তৈরির নৈপথ্য় কাহিনিটা ঠিক কেমন? এবিপি লাইভের সঙ্গে এক্লক্লুসিভ আড্ডায় শেয়ার করলেন জয় সরকার ও ফরজানা সিফাত।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola