Anirban Bhattacharya: 'আমাদের যেন এসে বেদম মার দেওয়া হয়', নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় সরব অনির্বাণ ভট্টাচার্য
Continues below advertisement
বেলেঘাটায় নাট্যব্যক্তিত্বকে হেনস্থার ঘটনায় এবার সরব অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। 'আমি প্রতিবাদ করছি, এটা জেনেই যে এই প্রতিবাদ ব্যর্থ হবে' 'যাঁর গায়ে হাত উঠেছে, তাঁর গায়ে আবার হাত উঠতে পারে'
'যিনি হাত তুলেছেন, তিনি তাঁর সাহসে বলীয়ান হয়ে...' '...বাংলা মায়ের সুযোগ্য সন্তানের সার্টিফিকেট ঘরে বাঁধিয়ে রাখবেন', প্রতিবাদ অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্যর। 'আমাদের যেন এসে বেদম মার দেওয়া হয়, যেন বুঝিয়ে দেওয়া হয়, ভোটকেন্দ্রিক গণতন্ত্রে অমিতাভ বা শাহরুখ না হলে বেশি লাফাতে নেই''পশ্চিমবঙ্গে এক অভূতপূর্ব আনন্দযজ্ঞ শুরু হয়েছে''ভোট রাজনীতিতে কাজে আসে না, এমন শিল্পীদের মেরে ঠান্ডা করে দেওয়া হচ্ছে', বিবৃতি অভিনেতা ও পরিচালক অনির্বাণ ভট্টাচার্যর।
Continues below advertisement
Tags :
Protest Bangla News Bangla News Live ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Artist Anirban Bhattacharya