ছোট্ট অনাথ অনুরাগীদের চমক দিতে হোমে হাজির স্বয়ং যশ

একঝাঁক কচি কাঁচার সঙ্গে কথা বলছেন তিনি। কখনও খুনসুটি করছেন, আবার কখনও কাউকে প্রশ্ন করছে, 'চকোলেট পছন্দ'? খাতায় অটোগ্রাফ দিচ্ছেন, উপহার পাচ্ছেন, সব মিলিয়ে একটা দিন জমজমাট কাটালেন অভিনেতা যশ দাশগুপ্ত। সদ্য বাবা হয়েছেন তিনি। পরিবারের নতুন সদস্যকে নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন ঈশান-জনক। তারপরেও ভুলে গেলেন না বাবা-মা হারা একরত্তিদের কথা। প্রেরণা অনাথ আশ্রমের খুদেদের হঠাৎ চমক দিতে সেখানে পৌঁছে গেলেন যশ। রুপোলি পর্দায় নায়ককে সামনে পেয়ে আনন্দে আত্মহারা কচি-কাঁচারাও। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola