Tangra Blues Film: লিখে রাখুন, রাজনীতিতে যোগ দেওয়ার কথা কোনওদিন ভাবব না: মধুমিতা

Continues below advertisement

কলকাতার বুকে একটা বস্তি, আর সেখানে থাকা কিছু মানুষের লড়াইয়ের গল্প। সেই লড়াইয়ের রসদ যোগায় সুর, মিউজিক। চেনা কলকাতার বুকে থাকা সেই অচেনা জগতের খোঁজ পেয়ে যায় জয়ী। তারপর? সুর, র‌্যাপ, থেকে শুরু করে অপরাধ জগত, বাঁচবার ইচ্ছা... 'ট্যাংরা ব্লু'জ'-এর গল্পের মোড়কে পাওয়া যাবে সেই উত্তর। পরিচালক সুপ্রিয় সেনের নতুন ছবির জন্য এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও মধুমিতা সরকার। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram