Tanima Sen:মকর সংক্রান্তি উপলক্ষ্যে এবিপি আনন্দর দর্শকদের জন্য নতুন পিঠে তৈরি তনিমা সেনের।ABP Ananda LIVE

কথায় বলে মাঘের শীত বাঘের গায়। কিন্তু এবার পৌষের শেষ বেলাতেই ঠান্ডায় জবুথবু বাংলা। আর মকর সংক্রান্তি মানেই কিন্তু পিঠেপুলি। দিকে দিকে স্বাদ আর গন্ধের ভরপুর নস্টালজিয়া। এবিপি আনন্দর দর্শকদের জন্য নতুন পিঠে তৈরি করলেন, অভিনেত্রী তনিমা সেন।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola