Rupankar Bagchi: 'গুছিয়ে বলতে পারিনি,' কে কে প্রসঙ্গে বিতর্কিত ফেসবুক লাইভ মুছে দুঃখপ্রকাশ রূপঙ্করের
সঙ্গীতশিল্পী কে কে’র (Singer K K) মৃত্যুর আগে রূপঙ্কর বাগচীর (Singer Rupankar Bagchi) ফেসবুক লাইভে (Facebook Live) করা বিতর্কিত মন্তব্য মুছে দিয়ে দুঃখপ্রকাশ করলেন রূপঙ্কর। তিনি বলেন, কেকে’র (K K) প্রতি তাঁর কোনও বিদ্বেষ নেই। গুছিয়ে, ঠিকভাবে তাঁর বক্তব্য বলতে না পারায় এত বিতর্ক বলে দাবি করেছেন রূপঙ্কর (Rupankar Bagchi)।