Allu Arjun: জেলে রাত কাটিয়ে বাড়ি ফিরলেন অল্লু অর্জুন, চোখে জল নিয়ে জড়িয়ে ধরলেন স্ত্রী | ABP Ananda LIVE

Continues below advertisement

Entertainment News:  জামিন পেলেও জেলেই রাত কাটল অল্লু অর্জুনের। শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন অল্লু। সকালেই অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ পৌঁছে যান জেলে। জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন। জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট।   

 আরও খবর...  

জামিন পেলেও জেলেই রাত কাটল অল্লু অর্জুনের। শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন অল্লু। সকালেই অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ পৌঁছে যান জেলে। জেলের পিছনের গেট দিয়ে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন অভিনেতা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন। জামিন মঞ্জুর করেছে তেলেঙ্গানা হাইকোর্ট।    

পদপিষ্ট হয়ে মহিলার মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার হন অল্লু। নিম্ন আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিলেও হাইকোর্টে জামিন মঞ্জুর। অল্লুর সঙ্গে দেখা করতে সকালেই তাঁর বাড়িতে পৌঁছন বিজয় দেবরাকোণ্ডা। বাড়িতে গিয়ে অল্লুর সঙ্গে দেখা করেন 'পুষ্পা টু'-এর পরিচালক সুকুমার।                                    

এদিন বাড়িতে পৌঁছেই স্ত্রী-পুত্র-কন্যার সঙ্গে দেখা করেন আগে। তাঁকে দেখেই ছুটে আসে ছেলে-মেয়ে। জড়িয়ে ধরেন বাবাকে। কোলে তুলে নেন সন্তানদের। স্ত্রী স্নেহা রেড্ডিও চোখে জল নিয়ে জড়িয়ে ধরেন স্বামীকে। 

       

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram