Anant-Radhika Wedding: বাবা মায়ের হাত ধরেই আসরে অনন্ত অম্বানি, বিয়ের দিনে একফ্রেমে অম্বানি পরিবার
ABP Ananda LIVE: ঈশ্বরের মূর্তি হাতে বিবাহের আসরে এলেন নীতা অম্বানি । গোলাপি শেরওয়ানিতে সাজলেন মুকেশ অম্বানি । বাবা মায়ের হাত ধরেই আসরে অনন্ত অম্বানি । আজই সাত পাকে ঘুরবেন রাধিকা মার্চেন্টের সঙ্গে । সঙ্গে শ্লোকা-আকাশ, রইলেন ইশা-আনন্দও । বিয়ের দিনে একফ্রেমে গোটা অম্বানি পরিবার
মদন মিত্র, সৌগত রায়ের পর এবার জয়ন্ত সিংহের বিরুদ্ধে সরব তৃণমূল কাউন্সিলর। জয়ন্ত সিংহর তাণ্ডবে চারবছর ধরে শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন না বলে চাঞ্চল্যকর দাবি করলেন কামারহাটির (Kamarhati Municipality) ২৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা।
সৌগত রায় বলেছিলেন, মঙ্গলবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছিল। বৃহস্পতিবার মদন মিত্র বলেন, বুধবার গভীর রাতে তাঁর কাছে হুমকি ফোন এসেছে। এবার খোদ কামারহাটির কাউন্সিলর অভিযোগ করলেন জয়ন্ত সিংহর জন্যই শ্রমিক সংগঠনের অফিসেই ঢুকতে পারছেন তিনি। বিমল সাহা জানান, দুষ্কৃতীদের হুমকির জেরে ২০১৪ সালে তিনি পুলিশি নিরাপত্তা পেয়েছিলেন। অভিযোগ, ২০২২ সালে নিরাপত্তা ওঠার পরই পুরসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে রথতলা মোড়ের INTTUC-র অফিস দখল করে জয়ন্ত বাহিনী। আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংহ গ্রেফতার হতেই পরপর অত্যাচারের ভাইরাল ভিডিও সামনে এসেছে। এমনকী জয়ন্তকে না ছাড়ালে গুলি করা হবে, এমন হুমকি ফোন পেয়েছেন বলে অভিযোগ তুলেছেন দমদমের সাংসদ সৌগত রায়। প্রাণহানির আশঙ্কাপ্রকাশ করেন কামারহাটির বিধায়ক মদন মিত্রও।