Anant-Radhika Wedding: আজ অনন্ত-রাধিকার 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠানে তারকা সমাগম | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: এলাহি বিয়ের অনুষ্ঠান মিটেছে গতকালই। তবে শেষ হয়নি উদযাপন পর্ব। আজ অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের 'শুভ আশীর্বাদ' অনুষ্ঠান । ফের তারকা সমাগম অনুষ্ঠান স্থলে। আম্বানি পরিবারেপ নববধূ হিসেবে রাধিকার আজ প্রথম দিন। শ্রীমতী আম্বানি সাজলেন গোলাপী লেহঙ্গায়। আবু জানি সন্দীপ খোসলার ডিজাইন করা লেহঙ্গা পরলেন তিনি। তাঁর স্টাইলিস্ট রিয়া কপূর একগুচ্ছ ছবি পোস্ট করেন রাধিকার। রিয়ার ক্যাপশনেই স্পষ্ট, এই লেহঙ্গার ডিজাইন একেবারেই অনন্ত ও রাধিকার বন্ধন, সম্পর্ক, ভাললাগা ও মন্দ লাগাকে তুলে ধরে। ভারতীয় শিল্পী জয়শ্রী বর্মনের ছোঁয়া আছে  তিনি লেখেন, 'শ্রীমতী রাধিকা আম্বানি হিসেবে প্রথম সন্ধ্যায় কী পরেন? আবু জানি সন্দীপ খোসলা হাত মিলিয়েছেন সমসাময়িক ভারতীয় শিল্পী জয়শ্রী বর্মন ও রিয়া কপূরের সঙ্গে, কনের পোশাক তৈরি করেন।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram