Anirban Bhattacharya Exclusive: ৭ বার খসড়া পরিবর্তন, সুন্দরবন, নয়ডা থেকে 'মন্দার'-এর জন্য অভিনেতাদের খুঁজে এনেছিলেন অনির্বাণ

থার্ড বেল বাজলেই বন্ধ হয়ে যায় প্রেক্ষাগৃহের আলো, জ্বলে ওঠে মঞ্চ। সেই মঞ্চই ছিল অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharya) অভিনয়ের শিকড়। সেখান থেকে অভিনয়, গান, পরিচালনা। থিয়েটারের মঞ্চ চেনে অনির্বাণ ভট্টাচার্য্যের এই বিভিন্ন ভূমিকাকে। কিন্তু রুপোলি পর্দা? সেখানেই বা তিনি শুধু অভিনেতা হবেন কেন? অনির্বাণ বেছে নিলেন ম্যাকবেথ (Macbeth), চরিত্র বাছলেন, আলোচনায় বসলেন চিত্রনাট্য নিয়ে। এসভিএফের প্রযোজনায় তৈরি হল ৮ এপিসোড-এর ওয়েব সিরিজ 'মন্দার' (Mandaar)।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola