Anirban Bhattacharya Exclusive: 'পরিচালক সত্তাকে মাথায় রেখে কখনও অভিনয় করি না'
এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি তাঁর। প্রথম কাজ, আর সেখানেই কৌশিক গঙ্গোপাধ্য়ায়ের বিপরীতে অভিনয়ের সুযোগ, ধ্রুব বন্দ্য়োপাধ্য়ায়ের পরিচালনায় কাজ, তার ওপরে লোভনীয় স্ক্রিপ্ট, সব মিলিয়ে যেন অনির্বাণ ভট্টাচার্য্যের (Anirban Bhattacharyya) কাছে 'টিকটিকি'-তে অভিনয়ের সুযোগ ছিল 'আনন্দের বিস্ফোরণ'। একদিকে অভিনয়, অন্যদিকে পরিচালনা, দুইই সমান দক্ষতায় সামলাচ্ছেন অনির্বাণ। ইতিমধ্য়েই মুক্তির দিন ঘোষণা হয়ে গিয়েছে তাঁর নতুন ছবি 'বল্লভপুরের রূপকথা'-র। অন্যদিকে, ১৮ তারিখ মুক্তি পাবে অনির্বাণের নতুন ওয়েব সিরিজ 'টিকটিকি'। এই সিরিজের সৌজন্যে প্রথমবার এইসঙ্গে পর্দা ভাগ করে নেবেন অনির্বাণ ভট্টাচার্য্য ও কৌশিক গঙ্গোপাধ্যায়। পরিচিত চিত্রনাট্য, কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ নাকি ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় কাজ। কোনটা সবচেয়ে লোভনীল ছিল অনির্বাণের কাছে? অভিনেতা বলছেন, 'সবটাই। আমি মিলন বসাকের একটা চরিত্র পেয়েছি, এই আনন্দটাকেই আমি সবচেয়ে এগিয়ে রাখব। এমন একটা চরিত্রের জন্য যে আমায় ভাবা হয়েছে, এটা ভীষণ আনন্দের।'