Anirban Bhattacharya:কোন পথে সিনেমা ?কেন বিরতি থিয়েটার থেকে ?কেনই বা 'ভাইরাল' হতে পারবেন না অনির্বাণ
ABP Ananda Live: তাঁকে কেবল একটা পরিচয়ে বাঁধা যাবে না। তাঁর বিনোদন দুনিয়ার সঙ্গে প্রথম যোগসূত্র তৈরি হয়েছিল থিয়েটারের হাত ধরে। এরপরে ধীরে ধীরে সিনেমায় সুযোগ। নিজের অভিনয়ের জোরে জায়গা করে নেওয়া দর্শককের মনে। তিনি অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)। অভিনয় থেকে শুরু করে পরিচালনা.. বারে বারে তিনি মুগ্ধ করেছেন দর্শককে। এখানেই শেষ নয়.. নাটকের মঞ্চে তিনি গান গাইতেন ঠিকই, তবে প্রথম প্লেব্যাকেই মন জয় করে নিয়েছিলেন সকলে। আর এখন তিনি তৈরি করেছেন নিজস্ব একটি গানের দল। সামনেই মুক্তি পাচ্ছে এসভিএফের প্রযোজনায় তাঁর নতুন ছবি 'পক্ষীরাজের ডিম'। এই প্রথমবার কল্পবিজ্ঞানের গল্পে অভিনয় করছেন তিনি। ছবি মুক্তির আগে, এবিপি লাইভ বাংলার (ABP Live Bangla)-র সঙ্গে সিনেমা টলিউড ও আনুষাঙ্গিক পরিস্থিতি নিয়ে আড্ডা দিলেন অনির্বাণ ভট্টাচার্য।