Aniruddha Roychowdhury's 'Lost': প্রকাশ্যে অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী হিন্দি ছবি ‘লস্ট’-এর ফার্স্ট লুক

পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর আগামী হিন্দি ছবি ‘লস্ট’ (Lost)। প্রকাশ্যে এল ছবির ফার্স্ট লুক। ছবিতে অভিনয় করেছেন ইয়ামি গৌতম, পঙ্কজ কপূর, রাহুল খান্না, নীল ভূপালম, পিয়া বাজপেয়ী ও তুষার পাণ্ডে। এটি একটি ইনভেস্টিকেটিভ ড্রামা বলে জানা গেছে। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করছেন শান্তনু মৈত্র। কলকাতা ও পুরুলিয়াতে হবে এই ছবির শ্যুটিং।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola