Kadak Singh: স্পেশাল স্ক্রিনিংয়ে অনিরুদ্ধ রায়চৌধুরীর 'কড়ক সিং'
তাঁর নাম এ কে শ্রীবাস্তব, ওরফে কড়ক সিং। আর নামের পিছনেই অনেক রহস্য লুকিয়ে। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর 'কড়ক সিং' এখন জি ফাইভের পর্দায়, দর্শকদের সামনে হাজির। নতুন এই ছবি নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করলেন পঙ্কজ ত্রিপাঠী, শান্তনু মৈত্র, জয়া আহসান, সঞ্জনা সঙ্ঘী এবং পার্বতী থিরুবোতু।