Baba Baby O: সারোগেসি, প্রেম, বন্ধুত্ব, 'বাবা, বেবি ও'-র গল্পে অকপট শিবপ্রসাদ-সোলাঙ্কি
Continues below advertisement
এই গল্প প্রেমের, বন্ধুত্বের আর বাবা হওয়ার। মুক্তির প্রথম সপ্তাহেই দর্শকদের মনে দাগ কেটেছে অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় প্রযোজিত ছবি 'বাবা, বেবি ও'। যীশু সেনগুপ্তের সঙ্গে অভিনয় থেকে শুরু করে প্রথমবার নিজেকে বড়পর্দায় দেখার অনুভূতি, এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন সোলাঙ্কি রায়। অন্যদিকে ছবি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া থেকে শুরু করে ব্যক্তিগত মতামত, এবিপি লাইভের সঙ্গে ভাগ করে নিলেন প্রযোজক শিবপ্রসাদ।
Continues below advertisement
Tags :
ABP Ananda Tollywood Entertainment ABP Exclusive ABP Live ABP Live Exclusive Entertainment News Solanki Shiboproshad Baba Baby O ABP Ananda