Bengali New Year 2024: পয়লায় যদি হয় উত্তম-সাক্ষাৎ? নববর্ষে প্রথম যাত্রা লেখার স্মৃতিচারণায় অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Continues below advertisement
Surajit Banerjee Nabobarsho: এবারের নববর্ষ (Nabobarsho) কি উত্তমকুমারের (Uttam Kumar) চোখে দেখবেন অভিনেতা সুরজিৎ বন্দ্যোপাধ্যায় (Surajit Banerjee)? হালখাতা করতে গিয়ে যদি হঠাৎ দেখা হয় মহানায়কের সঙ্গে? নববর্ষ মানেই পাতে মাস্ট মটন-চিংড়ি। আবার নববর্ষ এলেই মনে পড়ে প্রথম লেখা যাত্রা মঞ্চস্থ হওয়ার গল্প। স্মৃতির সরণি বেয়ে নস্ট্যালজিয়ায় ভাসলেন সুরজিৎ বন্দ্যোপাধ্যায়। তাঁর গল্প শুনল এবিপি লাইভ (ABP Live)।
Continues below advertisement