Mukhos Web series: 'মুখোশ'-এর আড়ালে কারা? দেখুন

একটি খুন। আর সেই খুনেরই রহস্যভেদ করতে শুরু হয় অভিযান।ছবির নাম 'মুখোশ'।পরিচালক তুহিন সিনহা  নিয়ে আসছেন তার পরবর্তী ওয়েব সিরিজ "মুখোশ"। একটি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্মে খুবই শীঘ্রই মুক্তি পাবে ওয়েব সিরিজটি।
 "মুখোশ "একটি ক্রাইম থ্রিলার গল্প। যার ছ টি এপিসোডেই রয়েছে রহস্যের গন্ধ।একজন পুলিশের ভূমিকায় দেখা যাবে ক্যাকটাস ব্যান্ডের সিধুকে। এছাড়াও রয়েছেন অবন্তিকা, লামা, তমাল রায় চৌধুরী সহ অনেকেই।
গল্প পরিচালক তুহিন সিনহার নিজের। প্রত্যেকটা মুখোশের আড়ালে একটা করে মুখ লুকিয়ে রয়েছে।আর সেই মুখটা কারোর ক্ষেত্রে ভালো কারোর ক্ষেত্রে খারাপ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola