Binodini Opera: বিনোদিনী দাসীর জীবন নির্ভর নাটক 'বিনোদিনী অপেরা' ২৬ জুলাই মঞ্চস্থ হতে চলেছে। ABP Ananda Live
বাংলার নাট্য ইতিহাসে প্রবাদপ্রতিম চরিত্র বিনোদিনী দাসী। তাঁর জীবনের ছায়াতেই তৈরি হয়েছে নাটক 'বিনোদিনী অপেরা'। নাম ভূমিকায় রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। ২৬ জুলাই নাটকটির ১০ উপস্থাপনা হতে চলেছে নাট্যপ্রেমীদের জন্য।