ABP News

Saif Ali Khan: হামলায় আহত সেফ আলি খানকে এখনও পর্যবেক্ষণে। নজর রাখছেন চিকিৎসকরা।

Continues below advertisement

ABP Ananda Live: গতকাল ভোর রাতে নিজের বাড়িতেই হামলা হয়েছে সেফ আলি খানের (Saif Ali Khan)-এর ওপর। পিঠে, ঘাড়ে ও হাতে গুরুতর আঘাত লেগেছে অভিনেতার। হাসপাতালে হয়েছে তাঁর অস্ত্রোপচারও। সেফের পিঠ থেকে বের করা হয়েছে একটি ছুঁচলো জিনিস। আক্রমণের সময় সেটি তাঁর পিঠে গেঁথে গিয়েছিল। তাঁর পিঠের চোট এতটাই গুরুতর ছিল যে শিরদাঁড়া থেকে ফ্লুইড বের হওয়া শুরু হয়ে গিয়েছিল। চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তড়িঘড়ি সেই ফ্লুইড বের করা বন্ধ করেন। শরীরের বাকি অংশে কসমেটিক সার্জারি হয়েছে সেফের। গতকাল লীলাবতি হাসপাতালে অস্ত্রোপচারের পরে রিকভারিতে রাখা হয়েছিল সেফকে। এরপরে তাঁকে শিফট করে দেওয়া হয় আইসিইউ বেডে। আর আজ হাসপাতালে তাঁর সঙ্গে দেখা করতে গেলেন স্ত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও মা শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। 

 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram